অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রায়েলের নির্বাচনের পর প্রধানমন্ত্রী জোট সরকার গঠনে করছেন



ইস্রায়েলের সংসদীয় নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে ডানপন্থী এবং মধ্য বামপন্থী দল সংসদের আসন ভাগাভাগী করে নেবে। অপ্রত্যাশিত ফলাফলের কারনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নতুন জোট সরকার গঠনে করতে হবে।

বুধবার প্রায় ৯৯ শতাংশ ভোট গননা শেষ হয়েছে। ১২০ সদস্য বিশিষ্ঠ সংসদে উভয় দল পেয়েছে ৬০টি করে আসন।

মিঃ নেতানিয়াহুর কট্টোরপন্থী লিকুড পার্টি এবং ইস্রায়েল বাইতেনু পার্টির জোট ৩১টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। তবে এর আগে সংসদীয় নির্বাচনে মোট ৪২টি যা এখনকার চেয়ে ১১ আসন বেশি পেয়ে ছিল। আশা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী সরকার গঠনের আহ্বান জানাবেন । তবে অপ্রত্যাশিত ভাবে মধ্যপন্থী দলগুলো এগিয়া আসায় কাজটি তাঁর জন্য বেশ কঠিন হবে।
XS
SM
MD
LG