অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেটের বিরুদ্ধে কোয়ালিশন গঠনের লক্ষ্যে জন কেরির সফর


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, কোনো একটি জায়গার সন্ত্রাসী হুমকি বাকি সব জায়গার জন্য সন্ত্রাসী হুমকিতে পরিণত হওয়া নিতান্তই সময়ের ব্যাপার। কায়রোতে মিশরের পররাষ্ট্র মন্ত্রী সামেহ শুকরির সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন। ইরাক এবং সিরিয়ায় বেসামরিক মানুষ হত্যার জন্য দায়ী ইসলামিক স্টেটের বিরুদ্ধে আন্তর্জাতিক কোয়ালিশন গঠনের লক্ষ্যে জন কেরি ঐ অঞ্চলে যে সফর করছেন, তারই সবশেষ অংশ এই মিশর সফর। জন কেরি বলেন, ইসলামিক স্টেটের সদস্যরা দাবি করছে, তারা ইসলামের পক্ষে যুদ্ধ করছে। কিন্তু ঐ গোষ্ঠীর কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইরাকে জঙ্গীদের ওপর আমেরিকা গত মাসে বিমান হামলা শুরু করার পর প্রথমবারের মতো সরকারি কর্মকর্তারা ঐ সেনা অভিযানকে যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। ওয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট এক বিবৃতিতে বলেন, ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে পদক্ষেপ আল কাঈদার বিরুদ্ধে অভিযানের মতোই একটি যুদ্ধ। আমেরিকার পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর একই রকম বিবৃতি দিয়েছে।

XS
SM
MD
LG