অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘকে নজর দিতে আহবান জানিয়েছেন জন কেরি


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জাতিসংঘকে আহবান জানিয়েছেন যাতে তারা পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকাগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে। সেখানে গত ১ বছরের সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

মিঃ কেরি বলেছেন, ক্রাইমিয়া এবং পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায়, নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করা হচ্ছে...।।তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তারা ধর্ষিত হচ্ছে, শিকার হচ্ছে যৌন নিপীড়নের। তাদের বন্দী করা হচ্ছে, পণের জন্যে অপহরন করা হচ্ছে, শ্রমে বাধ্য করা হচ্ছে, এবং শুধুমাত্র তাদের পরিচয় এবং বিশ্বাসের কারণে তারা শাস্তি পাচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদকে এর ওপর আলোকপাত করতে হবে, এবং যারা এই মানবাধিকার লঙন করছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে।

সোমবার মিঃ কেরি জেনিভাতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে বক্তব্য রাখেন। এর আগে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সঙ্গে দেখা করেন।

মি; লাভরফ ঐ মানবাধিকার ফোরামে বলেছেন, ইউক্রেইনে অস্ত্রবিরতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অবশ্য তিনি কিয়েভকে আহবান জানিয়েছেন, যাতে তারা উগ্রপন্থা থেকে সড়ে দাঁড়ায়।

XS
SM
MD
LG