অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী জন কেরী প্রথম বিদেশ সফরে বের হয়েছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এই পদে দায়িত্ব গ্রহনের পর বিদেশে তাঁর প্রথম সফর শুরু করেছেন । এ মাসে আগের দিকে হিলারী ক্লিনটনের অবসর গ্রহনের পর তিনি ঐ শীর্ষ কুটনৈতিক দায়িত্ব গ্রহন করেন । আগামী ১১ দিনে তিনি নয়টি দেশ সফর করবেন । এর অংশ হিসেবে তিনি রবিবার ওয়াশিংটন থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়ে যান । যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলছে , তিনি আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গে যেসব বিষয় নিয়ে কথা বলবেন তার মধ্যে সিরিয়া একটি প্রধান বিষয় । এই সফরকালে মি:কেরীর , সিরিয়ার বিরোধী কোয়ালিশন নেতাদের সঙ্গে মিলিত হবার পরিকল্পনা রয়েছে । লন্ডন থেকে বার্লিন হয়ে তিনি প্যারিস যাচ্ছেন ।
XS
SM
MD
LG