অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরীর প্রথম বিদেশ সফর



যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী সোমবারদিন ডাউনিং স্ট্রীটে বৃটিশ প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামারন ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেইগের সঙ্গে সাক্ষাত্কার বৈঠকে মিলিত হন ।
পররাষ্ট্রমন্ত্রীর পদে অধিষ্ঠিত হবার পর এটই কেরীর প্রথম বিদেশ সফর এবং এ সফরকালে তিনি জার্মানী , ফ্রান্স , ইটালি , তুরস্ক , মিশর , সৌদি আরব , সংযুক্ত আরব আমিরাত , এবং কাতারের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্কারে মিলিত হবেন ।
পররাষ্ট্র দফতর থেকে বলা হচ্ছে – এ সফরকালে কেরী আন্তর্জাতিক স্তরের কর্তাব্যক্তিদের সঙ্গে তাঁর যেসব কথাবার্তা হবে তাতে সিরিয়া গূরুত্বপূর্ণ একটি বিষয়রুপে উঠে আসবে । কেরী এ সফরকে শ্রূতি সফররূপে অভিহিত করেছেন । সিরিয়ার বিরোধি পক্ষিয় জোটের নেতাদের সঙ্গে কথা বলতে মনস্থ করেছেন জন কেরী । বার্লিনে তাঁর রূশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সাক্ষাত্ হবার কথা রয়েছে সিরিয়ার ব্যাপারে কি করা দরকার সে প্রশ্নে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে মতদ্বৈধতা রয়েছে এবং যুক্তরাষ্ট্র যে য়ুরোপে ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে চায় সে ইস্যুতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে ।
XS
SM
MD
LG