অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইয়েমেনের যুদ্ধে অস্ত্র বিরতি চাইছে।


যুক্তরাষ্ট্র ও সৌদি কর্মকর্তারা ইয়েমেনে মানবিক কারণে সৌদি নের্তৃত্বাধীন বিমান আক্রমণে বিরতিতে সম্মত হয়েছে। সেখানে শিয়া হুথি বিদ্রোহীরা হাজার হাজার লোককে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।

আজ রিয়াদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী জন কেরী এবং তাঁর সৌদি সহপক্ষ আদেল এল জুবেইর বলেছেন যে মানবিক সাহায্য পাঠানোর সুবিধার্থে ইয়েমেনে পাঁচ দিনের অস্ত্র বিরতি প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। তাঁরা বলেন যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই অস্ত্র বিরতি নবায়িত হতে পারে।

কেরী বলেন যে আমরা হুথি এবং তাদের সমর্থকদের বলি যে ইয়েমেনের জনগণের প্রয়োজনে এই সুযোগ হাতছাড়া না করে , শান্তিপুর্ণ সামনের পথে অগ্রসর হওয়া দরকার।
সৌদি পররাষ্ট্র মন্ত্রী বলেন হুথিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ হয়নি । মনে করা হচ্ছে তারা ইরানের সমর্থন পাচ্ছে।
তিনি বলেন যে প্রস্তাবিত এই বিরতি সম্পর্কে আরও বিস্তারিত পরে জানানো হবে। পররাষ্ট্র মন্ত্রী বলেন হয় অস্ত্রবিরতি সর্বত্র হবে , নইলে কোথাও হবে না। তিনি বলেন যে হুথিরা ইয়েমেনের জনগণের স্বার্থেই এই পরিকল্পনা সমর্থন করবে বলে তিনি আশা করছেন।

এ সপ্তায় আরও আগের দিকে ইয়েমেনে জাতিসংঘের দূত নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইয়েমেনে স্থলবাহিনীর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ চান।
এই অনুরোধ সম্পর্কে কেরী বলেন যে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরব কেউই সেখানে স্থল সৈন্য পাঠানো সম্পর্কে কোন কথা বলেনি।

XS
SM
MD
LG