যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি গত দু দিনের মধ্যে আজ শনিবার এই দ্বিতীয়বারের মতো ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছেন। তিনি আশা করছেন যে ইসরাইলি ও ফিলিস্তিনি নেতারা শিগগিরই শান্তি চুক্তির রূপরেখা সম্পর্কে একমত হবে।
আজ এই দুজনের মধ্যে বৈঠক হয়েছে , পশ্চিম তীরের রামাল্লাহ শহরে। শুক্রবার তাদেঁর মধ্যে প্রথম দফা বৈঠকের আগেই শত শত বিক্ষোভকারী এই শান্তি আলোচনা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে মিছিল করেছে। তারা বলছে এই সব আলোচনা বিলম্ব করার একটা কৌশল।
কেরি , ইসরাইলী প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতেন ইয়াহু এবং পররাষ্ট্র মন্ত্রী আভিগদোর লিবারম্যানের সঙ্গে ও ঐ অঞ্চলে তাঁর এই সফরের সময়ে বৈঠক করেছেন। তিনি নেতাদের বলেছেন যে রূপরেখা সম্পর্কে একটা চুক্তি হলের ইসরাইলী ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের মধ্যে মতভেদ কমবে এবং স্থায়ী চুক্তির জন্যে দিক নির্দেশনা দেবে।
আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী বলেন যে রূপরেখা সংক্রান্ত সমঝোতা হবে এ ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। যদিও তা এপ্রিল মাস নাগাদ একটি সামগ্রিক চুক্তি সম্পাদনের তাঁর প্রথম দিককার লক্ষ্য থেকে কম।
কেরি ইসরাইলী প্রধান মন্ত্রীর সঙ্গে আরও আলোচনার জন্যে জেরুজালেমে ফিরে যাবেন বলে কথা আছে।
আজ এই দুজনের মধ্যে বৈঠক হয়েছে , পশ্চিম তীরের রামাল্লাহ শহরে। শুক্রবার তাদেঁর মধ্যে প্রথম দফা বৈঠকের আগেই শত শত বিক্ষোভকারী এই শান্তি আলোচনা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে মিছিল করেছে। তারা বলছে এই সব আলোচনা বিলম্ব করার একটা কৌশল।
কেরি , ইসরাইলী প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতেন ইয়াহু এবং পররাষ্ট্র মন্ত্রী আভিগদোর লিবারম্যানের সঙ্গে ও ঐ অঞ্চলে তাঁর এই সফরের সময়ে বৈঠক করেছেন। তিনি নেতাদের বলেছেন যে রূপরেখা সম্পর্কে একটা চুক্তি হলের ইসরাইলী ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের মধ্যে মতভেদ কমবে এবং স্থায়ী চুক্তির জন্যে দিক নির্দেশনা দেবে।
আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী বলেন যে রূপরেখা সংক্রান্ত সমঝোতা হবে এ ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। যদিও তা এপ্রিল মাস নাগাদ একটি সামগ্রিক চুক্তি সম্পাদনের তাঁর প্রথম দিককার লক্ষ্য থেকে কম।
কেরি ইসরাইলী প্রধান মন্ত্রীর সঙ্গে আরও আলোচনার জন্যে জেরুজালেমে ফিরে যাবেন বলে কথা আছে।