অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরব সফরে রয়েছেন জন কেরী


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন-সৌদি আরব সফরকালে তিনি যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের জন্যে প্রস্তাবিত মানবিক সংঘাত বিরতি নিয়ে আলোচনা করতে চান।

ভয়েস অফ আমেরিকার প্যাম ডকিন্স জন কেরীর সফর সঙ্গি হয়ে সঙ্গে রয়েছেন- তিনি জানাচ্ছেন,আজ বুধবার পূর্ব আফ্রিকী রাষ্ট্র জিবুতিতে যাত্রা বিরতির সময় পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনের জন্যে যুক্তরাষ্ট্রের তরফের ৬ কোটি ৮০ লক্ষ ডলারের নতুন অর্থ সহায়তার কথাও ঘোষনা করেছেন।পররাষ্ট্র দফতর বলছে- ইয়েমেনের যে এক কোটি ষাইট লক্ষ মানুষের খাদ্য-পানীয় জল-আশ্রয় ও অন্যান্য সহায়তার প্রয়োজন সে চাহিদা মেটাতে এ অর্থ ব্যয় করা হবে।

সৌদি আরব, ইয়েমেনী সরকারকে গদীচ্যুত করার চেষ্টা চালাচ্ছে যে হৌথি বিদ্রোহিরা সেই তাদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে।

ইতিমধ্যে, জিবুতিতে, কেরী, প্রেসিডেন্ট ইসমাইল ওমর গিল্লে এবং পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফের সঙ্গে সাক্ষাত্কার বৈঠকে মিলিত হয়েছেন এবং ইয়েমেনের সহিসংতা থেকে রক্ষা পেতে যে শত শত এ্যামেরিকান আশ্রয় চান তাঁদেরকে সহায়তা প্রদানের জন্যে তিনি ধন্যবাদও জ্ঞাপন করেন।ইয়েমেন থেকে জিবুতির অবস্থান হ’লো আদেন উপসাগরের ঠিক ওধারে।

XS
SM
MD
LG