অ্যাকসেসিবিলিটি লিংক

Talk2US:৩০ তম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech ‘এর কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষণ বা adjective এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আনিস আহমেদ , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : আজকের অনুষ্ঠানে ও আমরা adjective নিয়েই কথা বলবো। তবে আজকে আমরা একদম অন্যরকম adjective ‘এর দিকে আলোকপাত করবো। অনেক verb ও যে sentence এর মধ্যে adjective হিসেবে কাজ করতে পারে , আজ আমরা সেদিকটা্য় আলোকপাত করবো।
শতরূপা :হ্যাঁ আপনি গত সপ্তায় আমার একটা sentence এর শুনে বলেছিলেন যে সেখানে annoying শব্দটা ছিলো adjective তবে সাধারণ ভাবেতো annoying শব্দটা কে verb বলেই মনে হয়।
আনিস : হ্যাঁ ঠিক বলেছো। তোমার ঐ sentence টা মনে আছেতো ?
শতরূপা : sentence টা ছিলো: His tactless behavior was annoying.
আনিস : লক্ষ্য করো এখানে annoying শব্দটা , noun behavior কে qualify করছে । এবার তা হলে এরকম কিছু শব্দ বলছি , প্রথম শব্দ surprise
শতরূপা : surprising
আনিস : এবার এই : surprising শব্দ দিয়ে একটা sentence তৈরি করোতো।
শতরূপা : It is a surprising news .
আনিস : একদম ঠিক হয়েছে।
শতরূপা : তবে আমার একটা কথা জানার ছিলো ।
আনিস : বলো ?
শতরূপা : আপনি বলছিলেন আমরা verb থেকে adjective করছি , কিন্তু surprise তো Noun ও।
আনিস : একদম ঠিক বলেছো শতরূপা surprise শব্দটি Noun এবং verb দু ভাবেই ব্যবহার করা যায় যেমন যদি বলো , There were lots of surprises in the World Cup soccer. তা হলে সেখানে surprises হলো Noun. এবার এই surprise শব্দটি verb হিসেবে ব্যবহার করে একটা বাক্য তৈরি করোতো।
শতরূপা: He surprised us with his excellent achievements.
আনিস : ঠিক বলেছো। তবে verb ই হোক কিংবা noun ই হোক, এ রকম শব্দগুলো দিয়ে adjective তৈরি করা সম্ভব। এবার আমি আরও কয়েকটি শব্দ বলছি , তুমি সেগুলো দিয়ে adjective তৈরি করো এবং ঐ adjective দিয়ে বাক্য তৈরি করো। প্রথম শব্দ care
শতরূপা : caring, He is a very caring person.
আনিস : Bore,
শতরূপা : Boring, The movie that we watched last week was boring.
আনিস : confuse
শতরূপা : Confusing: His statement was very confusing.
আনিস : ঠিক বলেছো । এ রকম অনেক ing যুক্ত adjective আছে যে গুলো মূলত verb কিংবা Noun থেকে তৈরি। এবার আমরা চারটি করে adjective পড়বো , এবং তার পর আমি একটি অসম্পুর্ণ বাক্য বলবো , তুমি বলবে ঐ চারটির মধ্যে কোন adjective দিয়ে বাক্যটি সম্পন্ন করা যায়।
শতরূপা : ঠিক আছে
আনিস : প্রথমে তা হলে শতরূপা এই চারটি adjective পড়তো
শতরূপা : caring , captivativating , boring , exciting
আনিস : এখন এর মধ্যে থেকে একটি adjective বেছে নিয়ে , আমি যে বাক্যটা বলছি , সেটা complete করো । বাক্যটা হলো :
We left the movie before it ended because it was ………………
শতরূপা : আমার মনে হয় এখানে adjective হবে boring
আনিস : একদম ঠিক বলেছো। এবারের adjective গুলো হচ্ছে :
শতরূপা : frustrating , exciting, boring , satisfying
আনিস : আর বাক্যটা হলো : The math test was too hard for me; I thought the equation problems were very ………………………..
শতরূপা : শব্দটা কি frustrating হবে ?
আনিস : এটাও ঠিক হয়েছে । ঠিক শব্দটা হচ্ছে frustrating. এবার শতরূপা আরও চারটি adjective পড়ো।
শতরূপা : Interesting, terrifying , inspiring, gratifying
আনিস : তা হলে এবার বাক্যটা শোনো: I don’t like horror movies because they are ……………….
শতরূপা : Horrifying ?
আনিস : Horrifying টাও ঠিক উত্তর কিন্তু তোমাকে তো এই চারটির মধ্যে দিয়ে একটি বেছে নিতে হবে ।
শতরূপা : ও হ্যাঁ , শব্দটা হবে terrifying .
আনিস : ঠিক বলেছো শতরূপা । এবার আরেক গুচ্ছ adjective বলোতো
শতরূপা : caring, terrifying, surprising , confusing . এবার বাক্যটা বলুন
আনিস : বাক্যটা হলো: That novel has a lot of different stories happening at the same time; it is very ………………..
শতরূপা: আমার মনে হয় শব্দটা হবে confusing
আনিস : একদম ঠিক হয়েছে। এই ing যুক্ত adjective যাকে Present Participle Adjective ও বলা হয়, সেটা বুঝলেই , আগামি অনুষ্ঠানে আমরা আরেক ধরণের Adjective নিয়ে আলোচনা করবো , যাকে Past Participle Adjective বলা হয়। তবে এখন তো ওঠার পালা।
শতরূপা: তার আগে জানিয়ে রাখি Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া
আনিস : আর আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:29 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG