অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: ৩৫ তম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech ‘এর কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষণ বা adjective এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি , আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা,স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায়ও আমরা adjective এর comparative form নিয়ে কথা বলেছিলাম । সেগুলো বোধ হয় গোড়াতে একটু ঝালিয়ে নেওয়া দরকার।
শতরূপা : হ্যাঁ, গত সপ্তায় আপনি বলেছিলেন যে সব adjective শেষ হয় Y দিয়ে,সেগুলোর comparative form এ ier যোগ করতে হয়।
আনিস : যেমন ?
শতরূপা : যেমন , busy- busier, easy-easier, noisy-noisier, cloudy-cloudier
আনিস : একদম ঠিক বলেছো । আজ আমরা আলোচনা করবো এমন এক নিয়ম সম্পর্কে যেখানে মূল adjective এর মধ্যে কোন রকম পরিবর্তন না এনে শুধু মাত্র More শব্দটি যোগ করে comparative form করা যায়। যেমন ধরো Modern , More Modern . এবার আমি কয়েকটি adjective বলছি , More ব্যবহার করে সেগুলোকে comparative form করোতো এবং সেই comparative form বাক্যে ব্যবহার করো।
শতরূপা : ঠিক আছে
আনিস : famous
শতরূপা : Shakespeare is more famous than any of his contemporaries.
আনিস : friendly
শতরূপা : She is more friendly than her brother.
আনিস : Dangerous
শতরূপা : We thought it would be more dangerous to dive than to hike.
আনিস : Imaginative
শতরূপা : Rabindranath was more imaginative than any of his contemporary poets.
আনিস : তা হলে আমরা দেখলাম যে more ব্যবহার করেও comparative বাক্য তৈরি করা যায়। কিন্তু less ব্যবহার করেও comparative বাক্য তৈরি করা যায়।
শতরূপা : সেটা কি রকম ?
আনিস : আসলে শতরূপা, আমরাতো কেবল positive অর্থে তূলনা করি না , negative অর্থেও তুলনা করি। যেমন ধরো আগের একটি বাক্য : She is more friendly than her brother . এই বাক্যটিতো আমরা অন্য ভাবে ও বলতে পারি যেমন , Her brother is less friendly than she is.
শতরূপা : হ্যাঁ। ঠিকই তো। এ ভাবেও তো বলা যায়।
আনিস : তা হলে,এখন আমি আরও কয়েকটি adjective বলছি ,তুমি less যোগ করে comparative adjective তৈরি করো প্রথম শব্দ Intelligent
শতরূপা: The students of this class are less intelligent than the students of the other class.
আনিস : ঠিক বলেছো শতরূপা । এবারের শব্দ Patient .
শতরূপা : ঠিক বুঝলাম না । এর মানে তো অসুস্থ ব্যক্তি বা রোগি ।এটাতো মনে হয় Noun
আনিস : শতরূপা , তুমি ঠিকই বলেছো Patient শব্দের একটা মানে হচ্ছে রোগি । সেটা খুব একটা প্রচলিত অর্থ এবং সেই অর্থে Patient Noun . আবার ইংরেজিতে আরেকটা Noun আছে Patience যার মানে হচ্ছে ধৈর্য , এই শব্দটির adjective form হচ্ছে Patient যার মানে ধৈর্যশীল।
শতরূপা : আচ্ছা , এই বার অর্থটা পরিস্কার হলো।
আনিস : তা হলে বাক্য তৈরি করো।
শতরূপা : Tom is less patient than Annie
আনিস : এই তো , একদম ঠিক বাক্য বলেছো। পরের শব্দটি imaginative
শতরূপা : She is less imaginative than her younger sister .
আনিস : Adjective এর তূলনা কিন্তু আরেক ভাবে করা যায়। সেটা জন্যে Adjective এর comparative form এর প্রয়োজন পড়ে না যেমন
This apple is not as good as the other one.
শতরূপা : তার মানে This apple is worse than the other .
আনিস : একদম ঠিক বলেছো , comparative form করা যায় এই ভাবে , আবার ঘুরিয়ে ও বলতে পারো , That apple is better than this one. এবার আমি comparative form ‘এর বাক্য বলছি , তুমি এটাকে not as good as এই phrase দিয়ে বলো। প্রথম বাক্যটি হলো:
This dress is prettier than the other one.
শতরূপা : That dress is not as pretty as this one.
আনিস : ঠিক হয়েছে। এবারের বাক্য : His paintings are simpler than his father’s.
শতরূপা : His father’s paintings are not as simple as his.
আনিস: বাঃ । এবার তা হলে ওঠার পালা।
শতরূপা : তবে তার আগে জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:17 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG