অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: ১৬ তম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech এর কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষ্যের বা noun এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে । আজ বিশেষত চিকিৎসা জগৎ থেকে কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করছি

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায় আমরা বিভিন্ন ধরণের ডাক্তারদের পেশাগত নাম তুলে ধরেছিলাম। মনে আছে তো ?
শতরূপা : হ্যাঁ , গত সপ্তায় আমরা শিখেছিলাম dentist.. মানে দাঁতের ডাক্তার, dermatologist মানে ত্বকের ডাক্তার , ENT মানে নাক-কান-গলার ডাক্তার, optometrist. চোখের ডাক্তার আর . Ophthalmologist মানে চক্ষু বিশেষজ্ঞ ।
আনিস : বাঃ তোমারতো দেখছি সব মনে আছে। একটা কথা এখানে বলে রাখি যে এই চিকিৎসকদের বিশেষজ্ঞ বা specialists হিসেবে দেখা হচ্ছে।
শতরূপা : যেমন ?
আনিস : যেমন ধরো, dermatologist হচ্ছেন skin specialist কিংবা ধরো Ophthalmologist হচ্ছেন eye specialist .
শতরূপা : ...... এবং এ ভাবেও তো অনেকেই বলে থাকেন।
আনিস : হ্যাঁ আর এই ভাবে বলাটাও ভুল নয় মোটেও। তবে আজ আমরা এ ধরণের আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের কথা শুনবো। আচ্ছা শিশুদের চিকিৎসক বা চিকিৎসা বিশেষজ্ঞদের কি বলা হয় হয় ইংরেজিতে । জানো ?
শতরূপা : হ্যাঁ সেটা বোধ হয় Child Specialist ?
আনিস : হ্যাঁ কথাটা ঠিকই তবে এই Child Specialistকে আবার pediatrician ও বলা হয়। এবার তা হলে শতরূপা । একটি বাক্য তৈরি করো।
শতরূপা : Their baby was brought to the pediatrician because the new born child had some problems.
আনিস : বাঃ । অত্যন্ত চমৎকার বাক্য। এখানে baby এবং new born child এ দুটি noun ও তুমি ব্যবহার করেছো। আর যেমনটি একটু আগেই বলছিলাম যে Specialist শব্দটিও আমরা প্রায়ই ব্যবহার করে থাকি যেমন Child Specialist, Skin Specialist , Eye Specialist .তা হলে শুধু এই Specialist শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করো দেখি।
শতরুপা : My GP recommended that I must immediately see a specialist .
আনিস : একদম ঠিক বলেছো। কিন্তু ঐ যে তুমি বললে GP সেটা মানে জানো তো ।
শতরূপা : হ্যাঁ, সেতো জানি GP মানে হচ্ছে General Practitioner .
আনিস : একদম ঠিক হয়েছে। আর এই General Practitioner ‘এর মানে হচ্ছে , বিশেষজ্ঞ নন এমন চিকিৎসক , ধরুন family doctor বা পারিবারিক চিকিৎসক এই অর্থে। এবারের শব্দ gynecologist যার মানে হচ্ছে স্ত্রী রোগ বিশেষজ্ঞ। এবার এই শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো।
শতরূপা : After suffering from some problems , she went to see a gynecologist. আচ্ছা এই gynecologist শব্দটির সঙ্গে আরেকটা শব্দের কথা মনে পড়ছে আমার ।
আনিস : কোন শব্দ ?
শতরূপা :Obstetrician , এর মানেটা ঠিক কি ?
আনিস : এর মানে হচ্ছে প্রসূতিবিদ বা যে চিকিৎসক সন্তান ধারণ ও জন্ম বিষয়ক বিশেষজ্ঞ। এবার তা হলে আরেকটি বাক্য শোনা যাক এই Obstetrician , শব্দটি দিয়ে।
শতরূপা : My sister, during her pregnancy used to consult an obstetrician almost regularly.
আনিস : অত্যন্ত শুদ্ধ বাক্য হয়েছে। এবার আরেকটি শব্দ Surgeon
শতরূপা : Surgeon মানেতো যিনি অপারেশন বা অস্ত্রোপচার করেন ।
আনিস : হ্যাঁ ঠিক বলেছো। এই Surgeon কেই বলা হয় শল্য চিকিৎসক বা শল্যবিদ । তা হলে এই শব্দটি দিয়ে একটা বাক্য তৈরি করোতো
শতরূপা : The surgeon checked her blood pressure before going for surgery .
আনিস : খুবই চমৎকার বাক্য। এখানে তুমি surgeon শব্দের সঙ্গে surgery শব্দটিও ব্যবহার করেছো। যার সহজ ও পরিচিত ইংরেজি হচ্ছে operation . তবে ব্রিটিশ ইংলিশে এই surgery শব্দের অন্য একটা মানে আছে।
শতরূপা : কি রকম
আনিস : এর অর্থটা হলো , Doctor’s Chamber বা ডাক্তারখানা। এবার এই অর্থে surgery শব্দটি ব্যবহার করোতো দেখি
শতরূপা : After suffering from pain in the stomach , he went to the Surgery to see his doctor .
আনিস : একদম ঠিক বলেছো । আচ্ছা শতরূপা আরেকটা শব্দ হচ্ছে orthopedist . এই শব্দটা শুনেছো কখনও
শতরূপা : হ্যাঁ শুনেছি । একবার আমার এক বন্ধু accident করার পর শুনলাম সে নাকি একজন orthopedist এর কাছে গেছে। কিন্তু এর অর্থটা ঠিক তখন বুঝতে পারিনি ।
আনিস : orthopedist এর অর্থ হচ্ছে bone specialist বা যিনি হাড়ের চিকিৎসা করে থাকেন। তা হলে এখন একটা যুৎসই বাক্য রচনা করোতো , না হয় তোমার বন্ধুকে নিয়েই করলে
শতরূপা : When my friend broke his bones in an accident he went to consult an orthopedist
আনিস : একদম ঠিক হয়েছে তোমার এই বাক্যটি । সকলেই নিরাপদে থাকুনএই কামনা করে আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিচ্ছি যে আমদের ইংরেজি শেখার এই অনুষ্ঠান Talk2US এর ভিডিও সংস্করণ ও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে
শতরূপা : আর আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস : আজকের মতো ওঠার পালাৱ, যাবার আগে Talk 2 Us ‘এর এই সঙ্কলন থেকে
শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
please wait

No media source currently available

0:00 0:04:48 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG