অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়াতে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা


লিবিয়াতে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এবং সেইসঙ্গে প্রতিবেশী তিউনিসিয়ায় তাদের কর্মকর্তা-কর্মীদের সড়িয়ে নিয়েছে। ত্রিপোলির দূতাবাসের আশেপাশে ব্যাপক সংঘর্ষের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পররাষ্ট্র বিভাগ বলছে, লিবিয়ার মিলিশিয়াদের মধ্যে যে সংঘর্ষ চলছে, তার কারণে, তারা দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

শনিবার এক বিবৃতিতে, পররাষ্ট্র বিভাগ লিবিয়ায় বসবাস করছে এমন যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে তাতক্ষণিকভাবে দেশ ছেড়ে চলে যাবার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, লিবিয়ার রাজধানীতে মিলিশিয়ার যথেচ্চ সহিগসতা চলছে। তিনি আরো বলেছেন, যদিও ত্রিপোলির এই সহিংসতা দূতাবাসকে লক্ষ্য করে নয়, তবুও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে

শুক্রবার, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রনালয় ঘোষণা দিয়েছে, তারাও ত্রিপোলিতে তাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং তুরস্কের ৫শ’রও বেশি নাগরিককে তিউনিসিয়ায় সড়িয়ে নিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে, লিবিয়ায় প্রতিদ্বন্দী মিলিশিয়াদের মধ্যে ত্রিপোলি বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে মারাত্মক লড়াই চলছে।

XS
SM
MD
LG