অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ার বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে – জো বাইডেন


<p>যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পূর্ব ইউক্রেনে মালয়েশিয়ার একটি যাত্রীবাহী বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে এবং এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। ভয়েস অব আমেরিকার প্রতিরক্ষা সংবাদদাতা জেফ সেলডিন বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন যে বিমানটিকে ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল। কিন্তু কারা তা ছুঁড়েছিল এবং তা রাশিয়া নাকি ইউক্রেন থেকে ছোঁড়া হয়েছিল, তা স্পষ্ট নয়। একজন কর্মকর্তা বলছেন, ঐ বিমানটিকে সামরিক বিমান মনে করে কেউ ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে বলে মনে হচ্ছে। বোয়িং ৭৭৭ বিমানটি ২৯৫ জন যাত্রী এবং ক্রু নিয়ে অ্যামস্টারডাম থেকে কোয়ালালামপুর যাচ্ছিল। বিমানটি ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের সিজনে শহরের কাছে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শী এবং সংবাদদাতারা বলছেন, মাঠ জুড়ে বিমানের ভগ্নাবশেষ এবং মানুষের ছিন্নবিচ্ছিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউক্রেন রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে বলছে, তারাই ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বিমানটিকে ফেলে দেয়। বিদ্রোহী নেতারা বলছে, ইউক্রেনের একটি জঙ্গী বিমান ঐ বিমানটিকে ফেলে দেয়। &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p>
XS
SM
MD
LG