অ্যাকসেসিবিলিটি লিংক

মালির উত্তরাঞ্চলে ইসলামপন্থীরা ফরাসী, আফ্রিকান সেনাদের সঙ্গে লড়ছে


মালির উত্তরাঞ্চলে গাও শহরে ফরাসী ও আফ্রিকান সেনারা চরমপন্থীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ওদিকে সন্দেহজনক এক গাড়ি বোমা বিস্ফোরণে আরও উত্তরে কিদালে বৃহস্পতিবার দু ব্যাক্তি নিহত হয়।

মালির উত্তরাঞ্চলে সর্ববৃহৎ শহর গাও গত মাসে সরকারের নিয়ন্ত্রণে ছিল বলে খবরে প্রকাশ। কিন্তু মালির সামরিক কর্মকর্তারা বলেন বুধবার লড়াই শুরু হয় যখন মালি, ফ্রান্স এবং পশ্চিম আফ্রিকার সেনারা ইসলামপন্থী উগ্রবাদীদের হঠিয়ে দেওয়ার জন্য আক্রমন অভিযান চালায়।


এক সাংবাদিক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে ভারী অস্ত্রে সজ্জিত ইসলামপন্থী উগ্রবাদীরা মেয়রের দফতরে অবস্থান নেয়। এর পরে যে লড়াই হয় সে সময় ওই দফতরে, আদালতে এবং কাছাকাছি একটি বাজারে তারা আগুন ধরিয়ে দেয়।
XS
SM
MD
LG