অ্যাকসেসিবিলিটি লিংক

টিম্বাকটুর পুলিশ ঘাঁটি বিদ্রোহী দখল মুক্ত


মালীর জাতিসংঘ মিশন জানিয়েছে যে অজ্ঞাত পরিচিত বিদ্রোহীরা শুক্রবার টিম্বাকটুর একটি পুলিশ ঘাঁটি যে সাময়িক ভাবেদখল করে নিয়েছিলতা জাতিসংঘ এবং মালীর সেনা বাহিনী পুনরায় দখল করে নিয়েছে।জাতি সংঘ মিশনের মুখপাত্র অলিভার সালগাডো জানিয়েছেন যে লড়াই বন্ধ হয়ে তবে নিরাপত্তা বাহিনী ঐ এলাকায় বিস্ফোরক তল্লাশি করেছে। এখনো হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

এর আগের খবরে বলা হয়প্রত্যক্ষদর্শীরা বলছে তারাজাতি সংঘের স্থিতিশীল করণ মিশনযা মিনুসমা নামে পরিচিতসেখানে অন্তত একটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছে এবং এর পর পরই বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায়।

শুক্রবার ভোরের দিকে ঐ হামলা শুরু হয়। নাইজেরিয়ার সেনারাঐ ঘাঁটিতেঅবস্থান করছে। হতাহতের খবর পাওয়া গেছেতবেসরকারী ভাবে এখনো কিছু বলা হয়েনি। ২০১৩ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীমালীতে অবস্থান করছে।

XS
SM
MD
LG