অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ার পুলিশ ৩০টি গণকবরের সন্ধান পেয়েছে


A check point is seen at the entry point to Malaysia - Thailand border in Wang Kelian, Malaysia on Sunday, May 24, 2015. Malaysian authorities said Sunday that they have discovered graves in more than a dozen abandoned camps used by human traffickers on t
A check point is seen at the entry point to Malaysia - Thailand border in Wang Kelian, Malaysia on Sunday, May 24, 2015. Malaysian authorities said Sunday that they have discovered graves in more than a dozen abandoned camps used by human traffickers on t

মালয়েশিয়া বলছে, পুলিশ ৩০টি গণকবরের সন্ধান পেয়েছে। ধারণা করা হচ্ছে, এসব কবরে যাদের দেহাবশেষ পাওয়া গেছে, তারা মায়ানমার এবং বাংলাদেশের অভিবাসী। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি সাংবাদিকদের বলেন, থাইল্যাণ্ডের সাথে সীমান্তের কাছে যেসব গ্রাম মানুষ পাচারে ব্যবহৃত হয়, সেসব জায়গায় গণকবরগুলো পাওয়া গেছে। স্থানীয় প্রচারমাধ্যম বলছে, বাংলাদেশী এবং রোহিঙ্গা অভিবাসীদের পাচারকারীরা যেসব আটক শিবির ব্যবহার করে, তার ভেতর এবং আশেপাশে শত শত কংকালসহ প্রায় ৩০ টি গণকবর পাওয়া গেছে।

মালয়েশিয়ায় যে গণকবরের সন্ধান পাওয়া গেছে সে সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG