অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যাণ্ডের সীমান্তের কাছে ১৩৯টি কবরে দেহাবশেষ পাওয়া গেছে


Malaysian National Police Chief Khalid Abu Bakar speaks at press conference in Wang Kelian, Malaysia on Monday, May 25, 2015.
Malaysian National Police Chief Khalid Abu Bakar speaks at press conference in Wang Kelian, Malaysia on Monday, May 25, 2015.

মালয়েশিয়ার পুলিশ প্রধান বলছেন, থাইল্যাণ্ডের সাথে সীমান্তের কাছে ১৩৯টি কবরে যাদের দেহাবশেষ পাওয়া গেছে, তারা সম্ভবতঃ অভিবাসী ছিল। কোনো কোনো কবরে একাধিক দেহ পাওয়া গেছে। জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বাকার সাংবাদিকদের বলেন, ২৮টি সন্দেহভাজন মানব পাচার শিবিরে ঐসব কবর পাওয়া গেছে। এক একটি শিবিরে ২০ থেকে ৩০০ পর্যন্ত মানুষ থাকতো বলে ধারণা করা হয়। মিঃ বাকার বলেন, উদ্ধারকর্মীরা ঐসব দেহাবশেষ কবর থেকে তুলে ময়না তদন্ত করছে। দঃ পূর্ব এশিয়ায় মানুষ পাচার সংকট চলছে, যেখানে বাংলাদেশ এবং মায়ানমার থেকে থাইল্যাণ্ড দিয়ে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় হাজার হাজার মানুষ পাচার করা হয়।

XS
SM
MD
LG