অ্যাকসেসিবিলিটি লিংক

শিল্পোন্নত রাষ্ট্রের শীর্ষ বৈঠকে রাশিয়ার অংশগ্রহণ কল্পনাতীত: আঙ্গেলা মার্কেল


জার্মান চ্যান্সলার আঙ্গেলা মার্কেল বলছেন যে রাশিয়া যতদিন ইউক্রেনের সংঘাতে জড়িত থাকছে ততদিন দেশটি বিশ্বের শীর্ষ শিল্পোন্নত রাষ্ট্রগুলোর বৈঠকে অংশ নেবে , সেটা একটা অকল্পনীয় ব্যাপারে।

আজ জার্মান সংসদে মিজ মার্কেল বলেন যে বাভারিয়াতে আগামি মাসে সাত জাতি গোষ্ঠির যে সম্মেলন হচ্ছে তাতে রাশিয়া অন্তর্ভুক্ত নয় । অভিযোগ হচ্ছে যে ইউক্রেন সরকারের বিরুদ্ধে লড়াই করছে যে সব রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদী তাদের সমর্থন যোগাচ্ছে রাশিয়া্ ।

তিনি বলেন যে ২০১৩ সালে ভিলনিয়াসে রাশিয়া শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর সম্মেলনে অংশ নিয়েছিল কিন্তু সে ঘটনা ক্রাইমিয়া উপদ্বীপ অধিগ্রহণের আগে । তিনি বলেন যে G-8 কাঠামোতে ফিরে যাওয়া ততদিন সম্ভব নয় যতদিন আন্তর্জাতিক আইনের মৌলিক মূল্যবোধ সম্পর্কে রাশিয়া উদাসীন থাকে।

মিজ মার্কেল আজ দিনে আরও পরের দিকে লাৎভিয়ার রিগা শহরে যাচছন। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে এবং আর্মেনিয়া , আজারবাইজান , বেলারুশ , জর্জিয়া, মলদোভা এবং ইউক্রেনের মতো পুর্ব ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

XS
SM
MD
LG