অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্যপ্রাচ্য আলোচনা আবার শুরু হচ্ছে সোমবার ওয়াশিংটনে


শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে প্রাথমিক আলোচনার জন্য ইসরায়েলী ও ফিলিস্তিনী আলোচকরা আজ সোমবার ওয়াশিংটনে বৈঠকে বসবেন। শান্তি আলোচনা প্রায় ৩ বছর থেমে আছে।

যুক্তরার্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার ইফতারে আপ্যায়ন করবেন প্রধান আলোচকদের, ইসরায়েলের জিপি লিভনি এবং ফিলিস্তনীদের সায়েব এরেকাতকে। আলোচনা সোমবার শুরু হচ্ছে এবং দু পক্ষ আবার আলোচনায় বসবে মঙ্গলবার।

কেরি বলেছেন তিনি ফিলিস্তিনী ও ইসরায়েলী নেতাদের কাছে কৃতজ্ঞ যে তারা এই পর্যায় পৌছনোর জন্য যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, তারা তা নিতে আগ্রহী।

আলোচনায় জন কেরির প্রধান প্রতিনিধি হবেন ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্টিন ইনডিক। ২০০০ সালের ক্যাম্প ডেভিড শান্তি আলোচনায় ইনডিক একটি মূখ্য ভূমিকা পালন করেন।
XS
SM
MD
LG