অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্য সাগরে অভিবাসী বোঝাই নৌকো ডুবি : শতাধিক মানুষের প্রাণনাশের আশংকা


লিবিয়া থেকে ইটালীগামী অভিবাসী বোঝাই একটি নৌকো পানিতে নিমজ্জিত হয়েছে। কর্তৃপক্ষ আশংকা প্রকাশ করেছে যে অন্তত ২'শ মানুষ প্রাণ হারিয়েছেন তবে এখন ও সঠিক কিছু জানা যায়নি।

কর্মকর্তারা জানিয়েছে যে লিবিয়ার সমুদ্র রক্ষীরা বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা শহরের সমুদ্র উপকূলে আরেকটি অন্য একটি জাহাজ থেকে আরও ২'শ জনকে উদ্ধার করেছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে ঐ জাহাজে যারা ছিলেন তাদের বেশীর ভাগ হচ্ছেন সাহারা মরুর নিম্নাঞ্চল, পাকিস্তান, সিরিয়া, মরক্কো এবং বাংলাদেশের।
একজন অভিবাসী রয়টার সংবাদ মাধ্যমকে জানান যে ঐ নৌকোটি অবস্থা বিশেষ ভাল ছিল না। লিবিয়ার ঐ সমুদ্র পথটিকে মৃত্যু ফাঁদ বলা হত বলা হত তবে এখন তা ভূমধ্য সাগরের সমাধি ক্ষেত্র বলেই পরিচিত বলে তিনি মন্তব্য করেন। এ বছর নৌকা যোগে ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে অন্তত ২'হাজার ৪’শ মানুষের প্রাণ নাশ ঘটেছে যা গত বছরের তুলনায় বেশী ।

XS
SM
MD
LG