অ্যাকসেসিবিলিটি লিংক

দেশান্তরণের সময় নৌকাডুবিতে ৫শ জনের মৃত্যু


সোমবার আন্তর্জাতিক দেশান্তরণ সংস্থা বা ইন্টার ন্যাশনাল অর্গানিজেশন ফর মাইগ্রেশন বলেছে, তাঁরা আশঙ্কা করছেন অন্তত ৫০০ মানুষ দেশান্তরণের সময় ডুবে মারা গেছে। মানব পাচারকারী দল, মালটার সমুদ্র উপকুলবর্তী এলাকায় তাদের নৌকো ডুবিয়ে দেয়।

এই ঘটনাকে সংস্থাটি বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক জাহাজ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে। ইউরোপে একটি ভাল জীবনের প্রত্যাশায় সিরিয়া, ফিলিস্তিন, মিশর ও সুদানের নাগরিকরা ঐ জাহাজে চড়ে পাড়ি দিচ্ছিল।

সংস্থাটির এক মুখপাত্র সোমবার বলেছেন, এই যাত্রীরা মিশরের দামিয়েটা বন্দর থেকে যাত্রা শুরু করে। তিনি বলছেন, বুধবার, মানবপাচারকারী একটি দল তাদের জাহাজের দখল নেয়। সংস্থাটি ঘটনা সম্পর্কে দুজন বেঁচে যাওয়া যাত্রীর সঙ্গে কথা বলেছেন।

অপর একটি দুর্ঘটনায় আশংকা করা হচ্ছে, রোববারের এক নৌকাডুবির ফলে, লিবিয়ার তীরবর্তী অঞ্চলে, আফ্রিকার বেশ কয়েকজন অভিবাসী মারা গেছে। তারাও ভালো জীবনের প্রত্যাশায় ইউরোপ অভিমুখে রওনা হয়েছিল। লিবিয়ার কর্মকর্তারা বলছেন, প্রায় ২৫০ জন যাত্রীর মধ্যে মাত্র ৩৬ জনকে রক্ষা করা গেছে।

XS
SM
MD
LG