অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে জঙ্গিদের হাতে ২০ জন নিহত


আফগানিস্তানে শনিবার বন্দুকের গুলিতে এবং আত্মঘাতী আক্রমণে আফগানিস্তানে প্রায় কুড়ি জন প্রাণ হারিয়েছে। এর ফলে সে দেশ থেকে আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের ঠিক পুর্ব মুহুর্তে নতুন করে নিরাপত্তা বিষয়ে উদ্বেগ দেখা দিল।

দক্ষিাঞ্চলে হেলমান্দ প্রবেশে জঙ্গিরা ভুমি মাইন পরিস্কার করছিলো এমন বারো জন কর্মীকে গুলি করে হত্যা করেছে। এর ফলে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধ শুরু হয়। পুলিশ বলছে যে হেলমান্দের ঐ হামলার জবা্বে আফগান পুলিশ পাল্টা গুলি চালায় । ঐ আক্রমণের জন্যে তারা তালিবানকে অভিযুক্ত করছে। রয়টার সংবাদ সংস্থা জানাচ্ছে যে আক্রমণকারীদের মধ্যে চারজন ঐ বন্দুক যুদ্ধে নিহত হয় এবং আরও তিনজনকে আটক করা হয়।

আফগান পুলিশ বলছে আজ শনিবার দিনে আরও আগের দিকে বন্দুকধারীরা অফগানিস্তানের সুপ্রিম কোর্টের একজন শীর্ষ কর্মকর্তা আতিকুল্লাহ রউফিকে গুলি করে হত্যা করে। রাজধানীর উপকন্ঠে তাঁর নিজ বাড়ির কাছে তাকেঁ হত্যা করা হয়।

তালিবান রাউফি হত্যার দায় স্বীকার করেছে কিন্তু তাকে আক্রমণের কোন কারণ জানায়নি।

কাবুলেই , এক বিস্ফোরণে , প্রতিরক্ষা মন্ত্রকের একটি বাস ভেঙ্গে পড়ে। এতে অন্তত ছয় জন নিহত হয়েছে এবং আরও বারোজনের বেশি লোক আহত হয়।

এ দিকে আন্তর্জাতিক জোট বলছে যে শুক্রবার কাবুলের উত্তরে যুক্তরাস্ট্রের বাগরাম বিমান

ঘাটিতেঅক্রমণ চালিয়ে দু জন নেটো সৈন্যকে হত্যা করেছে।

XS
SM
MD
LG