অ্যাকসেসিবিলিটি লিংক

অবৈধ অভিবাসন ও সহিংস উগ্রবাদ মোকাবেলায় বাংলাদেশ যুক্তরাজ্য একমত


অবৈধ অভিবাসন ও সহিংস
উগ্রবাদ মোকাবেলায় বাংলাদেশ
যুক্তরাজ্য একমত

ঢাকা সফররত যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার অবৈধ অভিবাসন ও সহিংস উগ্রবাদ মোকাবেলায় একত্রে কাজ করার ওপর তাগিদ দিয়েছেন। বলেছেন, সন্ত্রাসবাদ ও অবৈধ অভিবাসন এই মূহুর্তে বৈশ্বিক হুমকি। এটা মোকাবেলা করতে হলে যৌথ প্রচেষ্টা প্রয়োজন।
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে মিলিত হন ব্রোকেনশায়ার। এসব বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়। ঢাকায় পৌঁছার আগে ব্রোকেনশায়ার এক বিবৃতিতে বলেন, ঢাকায় এটি তার প্রথম সফর। যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার ও বন্ধু। প্রায় পাঁচ লাখ বাংলাদেশি অভিবাসীর মাধ্যমে দুই দেশের জনগনের মধ্যে বিদ্যমান জোরালো সম্পর্ক নিয়ে আমরা গর্বিত। দুই দেশের মধ্যে শক্ত বাণিজ্যিক সম্পর্কসহ প্রাণবন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:54 0:00


XS
SM
MD
LG