অ্যাকসেসিবিলিটি লিংক

‌হিজাব পরার কারনে চাকরী দিতে অস্বীকার করায় মুসলমান নারীর মামলা


‌হিজাব পরার কারনে চাকরী দিতে অস্বীকার করায় যুক্তরাস্ট্রের এক নামী কাপড়ের দোকানের বিরুদ্ধে আদালতে মামলা করেন এক মুসলমান নারী। বুধবার যুক্তরাস্ট্রের সুপ্রীম কোর্ট এ মামলায় শুনানী নিয়েছেন।

২০০৮ সালে যখন তার ১৭ বছর বয়স তখন সামান্থা এলাউফ নামের ঐ নারী ওকলাহোমার তুলসায় এ্যাবারক্রোম্বি এ্যান্ড ফিচ নামের সেই দোকানে বিক্রয় প্রতিনিধি হিসাবে চাকরীর আবেদন করেন। দোকান কতৃপক্ষ তার পোষাক পরিচ্ছদের ধরণ দোকানের নিয়ম নীতির সঙ্গে মেলে না বলে তাকে চাকরী না দেয়ার সিদ্ধান্ত নেয়।

বৈষম্যের অভিযোগ তুলে পরে সামান্থা মামলা করলে স্থানীয় আদালত ঐ প্রতিষ্ঠানকে তাকে ২০ ডলার ক্ষতিপূরণ দেয়ার আদেশ দিলেও পরে এক আপীল আদালত রায় দেয় যে এ্যাবারক্রোমবির এতে দোন দোষ নেই। কারণ সামান্থা ধর্মীয় সুযোগ নেয়ার কোন দাবী তোলেনি।

এখন সুপ্রিম কোর্ট খতিয়ে দেখতে যে চাকরীর সময় ধর্মীয় সুবিধা পাওয়ার কোনোদাবী সে তুলেছিল কি না। জুন মাসের শেষ নাগাদ এই মামলার রায় হতে পারে।

XS
SM
MD
LG