অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেইনের সীমান্তের কাছে রাশিয়ার উল্লেখযোগ্য সামরিক যুদ্ধ সরঞ্জাম বাড়াতে শুরু করেছে


নেটো প্রধান জেন্স ষ্টোলটেনবার্গ জানিয়েছেন যে ইউক্রেইনের সীমান্তের কাছে রাশিয়ার উল্লেখযোগ্য সামরিক যুদ্ধ সরঞ্জাম বাড়াতে শুরু করেছে । ১শ’র ও বেশি ভারি যন্ত্রপাতির মধ্যে রয়েছে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা, ট্যাংক এবং কামান ।

বৃহষ্পতিবার ব্রাসেলসে ষ্টোলটেনবার্গ ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে দু’মাস আগে রাশিয়া /ইউক্রেইন/ জার্মানী এবং ফ্রান্সের মধ্যস্ততায় অস্ত্র বিরতী চুক্তি হওয়া সত্বেও পূর্ব ইউক্রেইনের ভেতরে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতা বাদীদের তারা উন্নতমানের প্রশিক্ষণ দিচ্ছে।

মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেয়ি লাভরভ নেটোর ঐ অভিযোগ অস্বিকার করছে।

XS
SM
MD
LG