অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহূ,যুক্তরাষ্ট্র কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ভাষন দিলেন-


ইস্রাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহূ,ইরানের সঙ্গে তার পারমানবিক কর্মসূচী নিয়ে যে নিস্পত্তি আলোচনা চলছে এখন,আবার একবার তার বিরোধীতায় সোচ্চার হলেন। আজকেই,মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ভাষন দিলেন।

ইস্রাইলী প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদে বক্তব্য রাখার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

তিন জানেন, তাঁর এই ভাষণ বিতর্ক সৃষ্টি করেছেন। তাঁর এই কংগ্রেসে বক্তব্য রাখার পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই, ছিলও না।

বছরের পর বছর, যুগের পর যুগ ইসরাইলকে সমর্থন দেয়ার জন্যে তিনি ডেমক্রেট/ রিপাবলিক্যান সকল সাংসদকে ধন্যবাদ দেন। যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যকার সম্পর্ক রাজনীতির উর্ধ্বে। তিনি বিভিন্ন পর্যায়ে ইসরাইলকে সমর্থন দেয়ার জন্যে প্রেসিডেণ্ট ওবামার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। যার মধ্যে রয়েছে, দ্বিপাক্ষিক নিরাপত্তা শক্তি জোরদার, গোয়েন্দা তথ্য পরস্পরকে জানানো এবং জাতিসংঘে ইসরাইল বিরোধী প্রস্তাবের বিরোধিতা।

তবে, আজকে তাঁর এই বক্তব্যের উদ্দেশ্য, ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে কথা বলা। ইরানের এই পারমাণবিক কর্মসূচী তাঁর দেশ, দেশের মানুষের অস্তিত্বের ওপর হুমকি। তিনি আরো বলেন, ইরান সরকার সবসময় অ্যামেরিকারও শত্রু থাকবে। ইরান বারবার প্রমাণ করেছে, তাদের বিশ্বাস করা উচিত হবে না কোনক্রমেই।

তবে, আজকে তাঁর এই বক্তব্যের উদ্দেশ্য, ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে কথা বলা। ইরানের এই পারমাণবিক কর্মসূচী তাঁর দেশ, দেশের মানুষের অস্তিত্বের ওপর হুমকি। তিনি আরো বলেন, ইরান সরকার সবসময় অ্যামেরিকারও শত্রু থাকবে। ইরান বারবার প্রমাণ করেছে, তাদের বিশ্বাস করা উচিত হবে না কোনক্রমেই।

বলেন আজকে তাঁর দাবী তিনটি।।

১। ইরানকে তাঁর প্রতিবেশী দেশগুলোর ওপর আগ্রাসন বন্ধ করতে হবে।

২। ইরানকে পৃথিবীব্যাপী সন্ত্রাসে মদত দেয়া বন্ধ করতে হবে।

৩। তাঁর দেশ, পৃথিবীর একমাত্র ইহুদী রাষ্ট্র ইসরাইলকে নিশ্চিহ্ন করার হুমকি দেয়া বন্ধ করতে হবে।

হোয়াইট হাউসের তরফে না হয়ে ,ধারাবাহিকতার বাইরে থেকে,কংগ্রেস প্রতিনিধি পরিষদের স্পীকার জন বেনারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে এসেছেন তিনি কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ঐ ভাষন দিতে।

XS
SM
MD
LG