অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় আত্মঘাতি বোমা হামলায় দু’জন নিহত- আহত পঁয়তাল্লিশ


নাইজেরিয়ার পুলিশ বলছে যে একজন আত্মঘাতী বোমাবাজ উত্তরের বাউচি রাজ্যে একটি গীর্জায় দু জনকে হত্যা করেছে এবং ঐ আক্রমণে ৪৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

এই আক্রমণটি ঘটে রবিবার সকালে ঐ রাজ্যের রাজধানী বাউচি সিটি’র সেইন্ট জন’স ক্যাথলিক গীর্জায়। কর্তৃপক্ষ বলছে যে ঐ হামলাকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ির ভেতরে ছিল এবং গীর্জার বাইরে নিরাপত্তা তল্লাশির সময়ে তারা এটি ফাটায়।


রাজ্যের পুলিশের মুখপাত্র স্টিভেন ওপতিজু বলেন যে তারা প্রার্থনা চলার সময়ে গীর্জার ভেতরে যাওয়ার চেষ্টা করে। সৌভাগ্যবশত প্রতিবন্ধক এবং নিরাপত্তা প্রহরিদের প্রয়াসের কারণে ঘাতক গীর্জায় প্রবেশ করতে পারেনি।

পুলিশ বলছে যে বোমাবাজটির সঙ্গে এক নারী এবং একটি বালকও প্রাণ হারায়।

এই আক্রমণের দায় তাৎক্ষনিক ভাবে কেউ স্বীকার করেনি । বোকো হারাম নামের ইসলামি জঙ্গি গোষ্ঠি গোটা উত্তরাঞ্চলে এ রকম হামলার দায় স্বীকার করেছে।

বোকো হারাম বলছে যে তারা গোটা নাইজেরিয়ায় কট্টর ইসলামি আইন প্রতিষ্ঠার জন্যে লড়াই করছে। এই গোষ্ঠিটি নাইজেরিয়ার সরকার কিংবা সংবিধান কোনটাই মানে না।
XS
SM
MD
LG