অ্যাকসেসিবিলিটি লিংক

প্রফেসর অ্যাঙ্গাস ডিটন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন


Angus Deaton
Angus Deaton

অর্থনীতিতে ২০১৫ সালের নোবেল পুরস্কার বিজয়ী হলেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যাঙ্গাস ডিটন। সমাজে ভোগ, দারিদ্র্য দূরীকরণ এবং কল্যাণ আনার জন্য তার বিশ্লেষণের কাজের স্বীকৃতি হিসেবে তিনি ওই পুরস্কার পেলেন।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের এক বিবৃতিতে বলেছে ব্যক্তিগত পছন্দের বিস্তারিত খুটিনাটির সঙ্গে সমষ্টিভূত ফলাফলের সংযোগ করায় ডিটনের গবেষণা সমষ্টিগত অর্থনীতি, ব্যষ্টিগত অর্থনীতি এবং উন্নয়নমূলক অর্থনীতির ক্ষেত্র পরিবর্তনে সাহায্য করেছে।

ব্রিটিশ ও আমেরিকান নাগরিকত্বের অধিকারী ডিটনের জন্ম স্কটল্যান্ডে। তিনি ১৯৮৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিইউ জার্সি রাজ্যে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।

XS
SM
MD
LG