অ্যাকসেসিবিলিটি লিংক

তাকা’কী কাজিতা এবং আর্থার ম্যাকডোনাল্ড পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন


তাকা’কী কাজিতা এবং আর্থার ম্যাকডোনাল্ড পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন যৌথভাবে-নিউট্রিনো অসিলেশান্স আবিস্কারের স্বীকৃতিতে। নোবেল কমিটি তাঁদের এক বিবৃতিতে বলেছেন- পদার্থের অন্ত:স্থলবর্তী গঠনবিন্যাস সম্পর্কে জাগতিক ধারণা বদলিয়ে দেওয়া এই যে আবিস্কার টোকিও বিশ্ববিদ্যালয়ের কাজিতা এবং কানাডার কূইন্স য়ুনিভার্সিটির ম্যাকডোনাল্ডের তারই স্বীকৃতি এবারের পদার্থ বিজ্ঞানের নোবেল।এর আগে সোমবার নোবেল কমিটি চিকিৎসা বিজ্ঞানে আয়ারল্যান্ড-জাপান ও চীনের তিন বিজ্ঞানী উইলিয়াম ক্যাম্বেল-সাতোশি ওমুরা এবং তূ ইউইউকে যৌথভাবে নোবেল প্রদানের কথা ঘোষনা করে।

নোবেলের পুরস্কারগুলো ঘোষনা করা হয় অক্টোবরে – কিন্তু পুরস্কার অর্পন করা হবে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে ডিসেম্বরের প্রথমভাবে নরওয়ের স্টকহৌমে/অসলোয়।

XS
SM
MD
LG