অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-দঃ কোরিয়া যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে উত্তর কোরিয়ার সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ


উত্তর কোরিয়া সাগরে দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, সোমবার যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ হিসেবেই তাদের এই পদক্ষেপ। পিয়ং-ইয়ং হুশিয়ার করে দিয়ে বলেছেন, তারা ক্ষমাহীন ভাবেই শত্রুর ওপর আঘাত হানবে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার বন্দরনগর নাম্পোর ৪শ ৯০ কিলোমিটার দূরে পূর্ব সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র কিম-মিন-সুক বলেছেন, ঐ ঘটনাকে একটি উদ্দেশ্যপ্রণোদিত উস্কানী হিসেবে গণ্য করা হচ্ছে, যেখানে সামরিক জবাব দেয়া হয়েছে। উত্তর কোরিয়া সেই এলাকায় কোন ধনের সতর্কতা জারি করেনি। নৌচলাচল নিষিদ্ধ করে কোন ঘোষণা দেয়নি।

মিঃ কিম প্রতিবেদকদের বলেছেন, আমাদের সামরিক বাহিনী এবং যুক্তরাষ্ট্রের বাহিনী ঐ এলাকায় নজরদারী বাড়িয়েছে। এবং তাতক্ষণিকভাবে জবাব দেয়ার জন্যে প্রস্তুত। যদি উত্তর কোরিয়া উস্কানীমূলক পদক্ষেপ নেয় তাহলে, আমাদের সামরিক বাহিনী, শক্তিশালী এবং সমুচিত জবাব দেবে, যাতে উত্তর কোরিয়ার পস্তাতে হবে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিল যাতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়া বন্ধ করে।

XS
SM
MD
LG