অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ায় কারাবন্দী তিন আমেরিকান সিএনএনএ সাক্ষাৎকার দিয়েছেন


Security guards walk past the entrance to CNN headquarters, Aug. 26, 2014, in Atlanta, Georgia.
Security guards walk past the entrance to CNN headquarters, Aug. 26, 2014, in Atlanta, Georgia.

আমেরিকার ৩ নাগরিক যারা উত্তর কোরিয়ায় কারাবন্দী আছেন তাদেরকে আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন এর সঙ্গে সল্প সময়ের সাক্ষাৎকার করতে দেওয়া হয়েছে।

অপ্রত্যাশিত এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় যখন সিএনএন ক্রু সোমবার এক সরকারি সফরে গিয়েছিলেন। কর্তৃপক্ষ হঠাৎ করে তাদের একটি ভ্যানে তুলে এক গোপন স্থানে নিয়ে যায়। সেখানে তারা তিন আমেরিকানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সিএনএন বলেছে সাংবাদিক উইল রিপলির সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, তিন আমেরিকান, কেনেথ বেই, ম্যাথিউ মিলার এবং জেফরি ফাউলকে ৫ মিমিট করে সময় দেওয়া হয় কথা বলার জন্য।

সরকার পতনের লক্ষ্যে নাশকতামূলক তৎপরতার অভিযোগে, বেই ১৫ বছরের সশ্রম কারাদন্ড ভোগ করছেন। তিনি বলেছেন তিনি সপ্তাহে ৬ দিন প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করেন। তিনি বলেন তার প্রতি মানবিক আচড়ন করা হচ্ছে।

মিলার তার সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য চেয়েছেন। তার এখনও বিচার হয়নি। বিচারের আগে তিনি, তার বিরুদ্ধে কি অভিযোগ তা জানবেন না।

ফাউল একজন আমেরিকান পর্যটক। অনির্দিষ্ট আইন ভঙ্গের জন্য তাকে আটক করা হয়। তার প্রতি আচড়ন সম্পর্কে তার কোন অভিযোগ নেই।

XS
SM
MD
LG