অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের একজন নাগরিককে মুক্তি দিয়েছে


উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের নাগরিক Jeffrey Fowle কে মুক্তি দিয়েছে। যে তিনজন অ্যামেরিকান নাগরিককে উত্তর কোরিয়া আটকে রেখে ছিল, তিনি হচ্ছেন তাঁদের মধ্যে একজন। বাকী দু জনকে এখন ও পিয়ংইয়ং সরকার আটক রেখেছে।

মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তিনি উত্তর কোরিয়া ছেড়ে এসেছেন এবং তিনি স্বদেশের পথে রয়েছেন।

পর্যটক ভিসায় সে দেশ সফরকারী Fowle কে উত্তর কোরিয়ার একটি রেস্তোরা এবং বারে বাইবেল রেখে আসার অপরাধে তাঁকে আটক করা হয়। তবে, তাঁকে কখনও বিচারের সম্মুখীন করা হয়নি।তাঁর পরিবার ও এ কথা অস্বীকার করেছে যে তিনি ধর্মপ্রচারের জন্যে সে দেশে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা , ফোওলি’র এ মুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রী ম্যারি হাফ অবশিষ্ট দু জন বন্দী আমেরিকান সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন যে এখন যুক্তরাষ্ট্রের মনোযোগ কনেথে বেই এবং ম্যাথিউ মিলারের দিকে যাদেরকে এখন ও বন্দী করে রাখা হয়েছে। আমরা উত্তর কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তাদের অবিলম্বে মুক্তি দেওয়া জন্য।

XS
SM
MD
LG