সোমবার নরওয়েতে ভোটাররা সংসদীয় নির্বাচনে ভোট দিচ্ছে। অনুমান করা হচ্ছে নির্বাচনে মধ্য ডান পন্থীরা সম্ভবত জয়ী হচ্ছে। যদি তাই হয় তাহলে সেদেশে কড়া অভিবাসন বিরোধী আইন হতে পারে।
নির্বাচন পূর্ব জনমত সমীক্ষায় দেখা গেছে নির্বাচন, সরকারে পরিবর্তন আনবে এবং রক্ষণশীল নেতা এরনা সলবার্গ জয়লাভ করবেন।
রক্ষনশীলরা প্রগরেস পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার গঠন করবেন বলে অনুমান করা হচ্ছে। প্রগরেস পার্টি কড়া অভিবাসন নীতির আহ্বান জানিয়েছে।
বর্তমানের মধ্য-বাম পন্থী সরকার, যার নেতৃত্বে আছেন লেবার দলের নেতা জেন্স স্টোলটেনবার্গ, তিনি ২০০৫ সাল থেকে ক্ষমতায় আছেন।
নির্বাচন পূর্ব জনমত সমীক্ষায় দেখা গেছে নির্বাচন, সরকারে পরিবর্তন আনবে এবং রক্ষণশীল নেতা এরনা সলবার্গ জয়লাভ করবেন।
রক্ষনশীলরা প্রগরেস পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার গঠন করবেন বলে অনুমান করা হচ্ছে। প্রগরেস পার্টি কড়া অভিবাসন নীতির আহ্বান জানিয়েছে।
বর্তমানের মধ্য-বাম পন্থী সরকার, যার নেতৃত্বে আছেন লেবার দলের নেতা জেন্স স্টোলটেনবার্গ, তিনি ২০০৫ সাল থেকে ক্ষমতায় আছেন।