অ্যাকসেসিবিলিটি লিংক

পারমানবিক নীতিমালা’কে জাতীয় আইনে পরিণত করতে ৩৫টি দেশ সম্মত


আন্তর্জাতিক পারমানবিক নিরাপত্তা নীতিমালা’কে রাষ্ট্রসমূহের জাতীয় আইনে পরিণত করার ব্যপারে ৩৫টি দেশ সম্মত হয়েছে। নেদারল্যান্ডের হেগে অনুষ্ঠিত পারমানবিক সম্মেলনে মঙ্গলবার ওই ৩৫টি দেশ এর পক্ষে স্বাক্ষর করেছেন।

নেদারর‌্যান্ডস, যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়া কতৃক উত্থাপিত এই প্রয়াসে, এতে অংশগ্রহণকারী অন্যান্য জাতীসমূহের সম্মতি স্বাক্ষরের প্রচেষ্টা চলছে। এই তিনটি দেশ ছাড়াও এর পক্ষে স্বাক্ষর করা ৩৫টি দেশের মধ্যে রযেছে, বৃটেন, ফ্রান্স, জার্মানী, ইসরাইল, জাপান ও তুরস্ক। বিশ্বের ৫৩টি দেশের প্রতিনিধিরা দুদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক পারমানবিক সীমিতকরণ গবেষণা প্রতিষ্ঠান জেমস মার্টিন সেন্টারের গবেষক মাইলস পম্পার বলেন রাশিয়াসহ সম্মেলনের অন্যান্য অংশগ্রহণকারীদেরও এর পক্ষে স্বাক্ষর করা উচিৎ।

এদিকে সোমবার প্রেসিডেন্ট ওবামা এবং জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবে ঘোষণা করেছেন যে জাপান কয়েকশ কিলোগ্রাম অস্ত্র নির্মানযোগ্য ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম যুক্তরাস্ট্রের কাছে হস্তান্তরের চুক্তি করেছে যা যুক্তরাষ্ট্রে সীমিতকরণ করা হবে।
XS
SM
MD
LG