অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চাপ দিচ্ছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার নর্থ ক্যারোলাইনা রাজ্যের অ্যাশভিলে যাচ্ছেন, তার রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণে, প্রধান যে বিষয় ছিল -- দেশের অর্থনীতি জোরদার করা, সেটাই তুলে ধরার জন্য।

মঙ্গলবার রাতে কংগ্রেসের যুগ্ম অধিবেশণে মি ওবামা ভাষণ দেন। তিনি বলেন আমাদের প্রজন্মের কাজ হচ্ছে আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রকৃত চালক অর্থাৎ একটা ক্রমবর্ধিত সফল নধ্যবিত্ত শ্রেনী সেটি আবার সজীব করে তোলা। নতুন কর্মসংস্থানের গুরুত্বের উপর তিনি জোর দেন।

তিনি বলেন আমাদের আরও বড় সরকারের প্রয়োজন নেই। বরং কার্যকর সরকার যেটি অগ্রাধিকার নির্ধারন করবে এবং ব্যাপক ভিত্তিক প্রবৃদ্ধিতে বিনিয়োগ করবে। আমাদের সেটাই দেখতে হবে। আমেরিকায় নতুন কর্ম সংস্থান এবং উৎপাদন শিল্প হিসেবে গোড়ে তোলাকে সবচাইতে অগ্রাধিকার দিতে হবে।

রিপাবলিকান দলের তরফে সেনেটার মার্কো রুবিও বলেন মধ্যবিত্ত শ্রেনীর সমৃদ্ধির সূত্র হচ্ছে অবাধ বানিজ্যের অর্থনীতি। তিনি প্রেসিডেন্ট ওবামা’র বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি মনে করেন তারাই দেশের অর্থনৈতিক সমস্যার জন্য দায়ী।
XS
SM
MD
LG