অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাস প্রতিরোধের আহবানের মধ্য দিয়ে সেপ্টেম্বর ইলেভেনের বার্ষিকীতে অংশ নিলেন প্রেসিডেন্ট ওবামা


সন্ত্রাস প্রতিরোধে বিশ্ববাসীর প্রতি সম্মিলিত প্রয়াসের আহবানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অংশ নিলেন সেপ্টেম্বর ইলেভেনে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী আক্রমনের ১৩তম শোক সভায়।

২০০১ সালের এই দিনে, ঠিক যখন নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের প্রথম ভবনটিতে প্রথম হাইজ্যাক করা বিমানটি প্রথম আক্রমণ করে, বৃহস্পতিবার একই সময়ে ফার্ষ্ট লেডী মিশেল ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে সঙ্গে নিয়ে, মিষ্টার ওবামা হোয়াইট হাউজের সাউথ লনে নীরবতা পালন করেন।

প্রেসিডেন্ট ও ফার্ষ্ট লেডী শোক সভায় অংশ নেন যুক্তরাস্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগনে, যেখানে ওই দিন তৃতীয় হাইজ্যাক করা বিমানটি আঘাত করে কয়েক’শ মানুষ হত্যা করেছিল।

নিউইয়র্কের টুইন টাওয়ারে সেদিনের হামলায় নিহতদের স্মরণে আযোজিত শোক অনুষ্ঠানে তাদের নাম পাঠ করা হয়।

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতিরোধ ও ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ওবামা কৌশলগত পরিকল্পনা ঘোষণার কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বরের ১৩ তম বার্ষিকী উদযাপিত হচ্ছে।

XS
SM
MD
LG