অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা ভারতকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন


U.S. President Barack Obama, right waves to the audience as he and Indian Prime Minister Narendra Modi attend the India-U.S business summit in New Delhi, India, Jan. 26, 2015.
U.S. President Barack Obama, right waves to the audience as he and Indian Prime Minister Narendra Modi attend the India-U.S business summit in New Delhi, India, Jan. 26, 2015.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতকে চারশো কোটি ডলারের আমেরিকান বিনিয়োগ এবং ঋণ দানের প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি বলেন বিশ্বের দুই বৃহৎ গণতন্ত্রের মধ্যে বানিজ্যে “অনেক অজানা সম্ভাবনা” রয়েছে।

প্রেসিডেন্টের তিন দিনের সফরের দ্বিতীয় দিনে মি ওবামা এক সম্মেলনে ব্যবসায়িক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দেন। বারাক ওবামার ভারত সফরকে ঘীরে সেখানে যে উত্তেজনা, বৃষ্টিতে তা বিন্দু মাত্র স্তিমিত হয়নি। হাজার হাজার সেনা সোমবার এক চমকপ্রদ প্যারেডে অংশ নেয়। প্রেসিডেন্ট ওবামা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

মি ওবামাই হচ্ছেন প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার ৩ দিনের সফরের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধন আরও ঘনিষ্ট করেন এবং বেশ কিছু বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠা করেন।

XS
SM
MD
LG