অ্যাকসেসিবিলিটি লিংক

সেনকাকু দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র-জাপান প্রতিরক্ষার আওতায় : ওবামা


জাপানের সুরক্ষা জন্য যুক্তরাষ্ট্রের চুক্তির প্রতিশ্রুতিকে প্রেসিডেন্ট বারাক ওবামা সুনিশ্চিত করেছেন। এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে পুর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জের ওপর টোকিও ওবেইজিং এর পরস্পর বিরোধী দাবীতে , জাপানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ।

বৃহস্পতিবার টোকিওতে জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে বৈঠকের পর মি ওবামা পরিস্কার করে বললেন যে জাপানের প্রতি আমাদের প্রতিশ্রুতি চূড়ান্ত বিষয় এবং ঐ চুক্তির ৫ম অনুচ্ছেদ অনুযায়ী সেনকাকু দ্বীপসহ জাপানের প্রশাসনের আওতায় সব অঞ্চল প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

মি ওবামা জোর দিয়েই বলেন যে ঐ দ্বীপপুঞ্জ যাকে চীন দিয়া্উ বলে থাকে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র স্পষ্ট কোন দিক নিচ্ছে না তবে দ্বীপুঞ্জের বর্তমান অবস্থা সম্পর্কে একপাক্ষিক কোন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তিনি সতর্ক করে দেন।

তবে এই মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র চিন গ্যাং বলেন যে দিয়াউ দ্বীপপুঞ্জ চীনের অন্তর্গত অঞ্চল এই বাস্তবতা কোন কিছুতেই বদলাবে না। তিনি বলেন বেইজিং তার সার্বভৌমত্ব ও নৌচলাচল অধিকার বজায় রাখতে প্রতিজ্ঞ।
XS
SM
MD
LG