অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা পুতিনকে টেলিফোনে ইউক্রেনের শান্তি চুক্তি সমর্থনের আহ্বান জানান


হোয়াইট হাউজ বলছে যে প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তাকেঁ ইউক্রেনের শান্তি চুক্তির প্রতি সমর্থন জানাতে বলেছেন। এই চুক্তিটি বেলারুশে চার জাতি সংকট সম্মেলনে বুধবার পর্যালোচনা করার কথা।

হোয়াইট হাউজের ঐ বিবৃতি অনুযায়ী মি ওবামার ঐ টেলিফোন করার সময়ে ইউক্রেন থেকে জানা যায় যে পুর্বাঞ্চলেন ক্রামাতরস্ক শহরে রকেট আক্রমণে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জনের ও বেশি আহত হয়েছেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রক এই সর্বসাম্প্রতিক সহিংসতার জন্যে রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে এবং বলে যে এ রকেট বাজি হচ্ছে শহরের অসামরিক লোকজনকে ইচেছকৃত ভাবেই হত্যা করার নামান্তর।

হোয়াইট হাউজের বিবৃতিতে মি ওবামা ঐ লড়াইয়ে মানুষের জীবন হানির বিষয়টি তুলে ধরেন এবং মি পুতিনকে এই শান্তি প্রস্তাব সমর্থনের সুযোগ নিতে বলেন বুধবার মিনস্ক এ যখন ফ্রান্স , জার্মানী ও ইউক্রেনের নেতাদের সঙ্গে মি পুতিনের বৈঠক হবার কথা।

XS
SM
MD
LG