অ্যাকসেসিবিলিটি লিংক

জ্বালানি তেলের দামে ধ্বস নামা রোধ করতে উৎপাদনকারী দেশগুলো ঐকমত্যে পৌঁছুতে ব্যর্থ


জ্বালানি তেলের দামে ধ্বস নামা রোধ করতে উৎপাদন হ্রাস করার ব্যাপারে বিশ্বের বৃহত্তম জ্বালানি রপ্তানীকারী দেশ সৌদী আরব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তেল উৎপাদকরা কোন রকম সমঝোতায় পৌঁছুতে ব্যর্থ হয়েছেন।

বৃহস্পতিবার পেট্রলিয়াম রপ্তানীকারী দেশগুলো র সংগঠন ওপেকের বৈঠকের প্রাক্কালে মঙ্গলবার সৌদি তেল মন্ত্রী আলী আল নাইমি ভিয়েনায় , রাশিয়া , ভেনেজুয়েলা এবং মেক্সিকোর জ্বালনি তেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এই চারটি দেশ বিশ্ববাজারে শুধুমাত্র তেলের দাম পর্যবেক্ষণ করার ব্যাপারে একমত হয়। তারা তিন মাস পর আবার বৈঠকে মিলিত হতে ও সম্মত হন।

১২ টি দেশ সম্বলিত ওপেকে সৌদি আরব এবং ভেনেজুয়েলা বিশ্বের তেলের প্রায় এক তৃতীয়াশ সরবরাহ করে থাকে। রাশিয়া ও মেক্সিকো , যারা ওপেক সদস্য নয় তারাও তেলের প্রধান উৎপাদক।

জুন মাস থেকে তেলের মূল্য ৩০ শতাংশ কমে এখন ব্যারেল প্রতি দাড়িঁয়েছে ৮০ ডলারে। কোন কোন দেশ সৌদি আরবকে তার উৎপাদন কমাতে চাপ দিচ্ছে যাতে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখা যায়।

XS
SM
MD
LG