অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের বিমান আক্রমণে অন্তত ৫০ জন জঙ্গি নিহত


পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে যে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অভয়ারণ্য আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় বিমান আক্রমণ চালিয়ে অন্তত ৫০ জন জঙ্গিকে হত্যা করেছে। সামরিক এক বিবৃতিতে বলা হয়েছে উত্তর ওয়াজারিস্তানের দুটি উপজাতি অঞ্চলে বিমান আক্রমণ চালানো হয়েছে এবং একটি অস্ত্র বিক্রির দোকান ধ্বংস করেছে।উত্তর ওজারিস্তানে তালিবান জঙ্গিদের বিরুদ্ধে এক বছরের ওপরে সেনা বাহিনী সামরিক তৎপরতা চালিয়ে আসছে।

একটি আত্মঘাতী বোমা আক্রমণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা সহ আরও ১৪ প্রাণ হারানোর একদিন পর বিমান হামলা চালানো হয় ।

রবিবার, রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ১শ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চল এটোক এলাকায় , মিঃ খানজাদা তার নিজ বাসভবনে নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, যখন আত্মঘাতী বোমারু মন্ত্রীর বাসভবনে ঢুকে বিস্ফোরণ ঘটায় তখন সেখানে অন্তত ৩০ জন উপস্থিত ছিলেন। নিরাপত্তা প্রহরীরা ঐ বোমারুকে থামানোর চেষ্টা করে। ব্যাপক বিস্ফোরণে ভবনটি ধসে পড়লে পুলিশ কর্মকর্তাসহ অনেকেই ঐ ধ্বংসস্তুপের নীচে চাপা পরেন । জাতিসংঘ মহাসচিব বান কি মন আক্রমণের নিন্দা জানান।

XS
SM
MD
LG