অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে পানজাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদার হত্যা নিয়ে সাংবাদিক মাসকাওয়াত আহসানের বিশ্লেষন


এই যে পাকিস্তানে পানজাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুজা খানযাদা নিহত হলেন সন্ত্রাসী আত্মঘাতি বিস্ফোরণ হামলায় আটক এলাকার শাদি খান জনপদে নিজ বাড়িতে- এর পেছনে বলা হচ্ছে পাকিস্তানী তালেবান ও আল কায়েদার হাত থাকতে পারে – কেননা শুজা খানযাদা এর আগে সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসীদের আগের তৎপরতার খুীটিনাটি নিয়ে আলোচনা করেছিলেন এবং জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা অবলম্বনে নেতৃত্বের ভুমিকায় নেমেছিলেন পাজাবের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে- সংবাদ মাধ্যম পাকিস্তানের কি বলছে এ সম্পর্কে?

জাতিসংঘ মাাসচীব এ ব্যাপক হত্যাকান্ডে ধিক্কার জানিয়েছেন- এরকম জঙ্গিবাদ কোনোক্রমেই বরদাস্ত করা যায়নাবলে কড়া মন্তব্যও করেছেন- পাকিস্তানে সাধারণভাবে প্রতিক্রিয়া কি?

এ হত্যাকান্ডের পর সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় তাৎক্ষনিক কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে কি?

এসব প্রশ্ন নিয়ে আলোচনা করলেন করাচী নিবাসী সাংবাদিক-সংবাদ ভাস্যকার মাসকাওয়াত আহসান, টেলিফোনে।ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

please wait
Embed

No media source currently available

0:00 0:03:52 0:00

XS
SM
MD
LG