অ্যাকসেসিবিলিটি লিংক

নওয়াজ শরিফ, জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান লাগাতার চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন


গতকাল মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারে বালক-কিশোরদের এক স্কুলভবনে তালেবানদের যে নৃশংস হামলা হয় পাকিস্তান সরকারের কর্তাব্যক্তিরা, সে ব্যাপারে যাই করনীয় তা করছেন- ইতিমধ্যে দেশটিতে এখন চলছে তিন দিনের জাতীয় শোকপালন - পাকিস্তান শোকপালন করছে- ১ শ’ ৩২ শিক্ষার্থী ও স্কুলের ন’ শিক্ষক-শিক্ষা কর্মির নিহত হওয়ার ঐ ঘটনা নিয়ে।প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ইতিমধ্যে,২ হাজার ৮ সালে সন্ত্রাস তত্পরতার জন্যে করা মৃত্যুদন্ডাদেশের ওপরকার স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ অনুমোদন করেছেন।নওয়াজ শরিফ, আফগান সীমান্ত সংলগ্ন উত্তর পশ্চিমের উপযাতি অঞ্চলে পরিচালিত সামরিক অভিযান লাগাতার চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন। জঙ্গিদের বিরুদ্ধে সেনা বাহিনীর অভিযানের পাল্টা জবাব দিতেই তারা গতকালকের ঐ হামলা চালায় বলে পাকিস্তানের তালেবানরা বলেছে।

ইতিমধ্যে, পাকিস্তানের সেনা বাহিনী প্রধান জেনারেল রাহীল শরিফ এবং Inter Services Intelligence – এর প্রধান রিযওয়ান আখতার আফগান প্রেসিডেন্ট আশরাফ গানী ও আফগানিস্তানে নেটো বাহিনীর সর্বাধিনায়ক যুক্তরাষ্ট্রের জেনরেল john Campbell-এর সঙ্গে দেখা করতে – কথা বলতে আজ বুধবার কাবুল যান । ভয়েস অফ এ্যামেরিকার সংবাদদাতা আয়ায গুল জানাচ্ছেন – এমোনটি কিন্তু এর আগে আর কখনো ঘটেনি।সীমান্ত পেরিয়ে আফগান যেসব তাড়া খাওয়া জঙ্গি উত্তরাঞ্চলবর্তী ওয়াযিরিস্তানে গিয়ে হাজির হয় আস্তানার খোঁজে- পাকিস্তানী তালেবানরা,তাদেরকে মদত জুগিয়ে আসছে দীর্ঘদিন যাবত। প্রসঙ্গত: পাকিস্তানের রাজনীতিবীদ ইমরান খান এখন তাঁর অবস্থান ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষনা করেছেন।

XS
SM
MD
LG