অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি লাভ



জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সংখ্যাধিক্য সমর্থনে ফিলিস্তিনী কতৃপক্ষ , ফিলিস্তিনের জন্যে পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পেলো – এতোদিন ফিলিস্তিন শুধুই পর্যবেক্ষক ছিলো জাতিসংঘে । বৃহস্পতিবার সাধারণ পরিষদে এ সংক্রান্ত আনুষ্ঠানিক এক প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ফিলিস্তিন ১৩৮-৯ ভোটের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ।

জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে সমর্থন দেয় ১৩৮টি দেশ। তাদের এই দাবির বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ যার ভেতরে শামিল ছিলো যুক্তরাষ্ট্র , ইস্রাইল ও ক্যানাডা । আর ভোটদানে বিরত থাকে ৪১টি দেশ ।
জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতির পর ফিলিস্তিন জুড়ে আনন্দ-উল্লাস শুরু হয় । গাজার রাস্তায় রাস্তায় রীতিমত উৎসব চলে। জনতা রাস্তায় নেমে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নানা স্লোগানে মেতে ওঠে । নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনেও ফিলিস্তিনের সমর্থনে জড়ো হয়ে জনতা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে ।
XS
SM
MD
LG