অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনের মিন্দানায়ো দ্বীপের ওপর সামুদ্রিক ঘুর্ণির প্রচন্ড আঘাত - বহু লোক হতাহত


প্রচন্ড শক্তির এক সামূদ্রিক ঘুর্ণী আছড়ে পিছড়ে উপর্যুপরি আঘাত হেনে চলেছে ফিলিপাইন্সের দক্ষিনাঞ্চলে – গাছগাছালি উপড়ে পড়ছে মুখ থুবড়িয়ে , ঘরের চাল ঝড়ো হাওয়ার দাপটে উড়ে যাচ্ছে দিগ্বিদিক , প্রায় ৪১ হাজার মানুষ ছুটে চলেছে আশ্রয়ের সন্ধানে , সরকারী সব শিবিরগুলোর পানে । ৮০ টির মতো বিমান উড়ান বাতিল হয়েছে – নৌপোতগুলোকে বন্দরে নৌঙ্গর বেঁধে , থেমে থাকতে বলা হয়েছে । কম হলেও ৮টি পৌরসভার লোকজন বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ।
ঘুর্ণী ঝড় বোফা মঙ্গলবার সকালবেলায় ভূমিভাগে আছড়ে পড়ে দক্ষিনী দ্বীপাঞ্চল মিন্দানাওয়ে – সে সময় ঝড়ের গতিবেগ ছিলো ২ শ’ কিলোমিটার । কমসে কম চল্লিশ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এ অবধি – উড়ন্ত জঞ্জাল আর ধংসখন্ডের আঘাতে আহত হয়েছে বহূ লোক । ফিলিপিন্সের ক্যাথোলিক রিলিফ সার্ভিসেসের প্রধান জৌ কারি ভয়েস অফ এ্যামেরিকাকে জানান – মনে হচ্ছে গত বছরের সামুদ্রিক ঘূর্নী ওয়াশির সমতূল্য এ ঝড়ের মোকাবেলার মতো প্রস্তুতি নিয়েছে সরকার । গত বছরের সে ঝড়ে ১২ শ’ লোকের মৃত্যু হয়েছিলো ।
XS
SM
MD
LG