অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ভোটগ্রহণ সম্পন্ন



আফগানিস্তানে আজকের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের ভোটদান পর্ব শেষ হয়েছে।

দেশে এ প্রথম গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের এই ভোটে , ভোটদাতা সংখ্যা এত বেশি ছিল যে কোন কোন ভোট কেন্দ্রে ব্যালট পেপার শেষ হয়ে যায়।

তালিবান জঙ্গিরা শনিবারের এই নির্বাচন বানচাল করার হুমকি দেওয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

আজ সকালে ভোটদাতাদের মধ্যে প্রথম ভোট দেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। ১২ বছর ক্ষমতায় থাকার পর সাংবিধানিক নিষেধাজ্ঞার কারণে তিনি এবার আর ঐ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

আফগান ভোটাররা যে হুমকি ও ভীতি প্রদর্শন সত্বে ও বিপুল সংখ্যায় ভোট দিতে এসছে তার জন্যে আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জ্যান কুবিস তাদের প্রশংসা করেন ।


৯৪ বছর বয়সী ভোটার হাজি বিবি বলেন :

তিনি আশা করছেন তার সামনের জীবনে ভালো কিছু আসবে এবং কামনা করছেন দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং তরুন ও বয়স্ক শান্তিপূর্ন ও নিরাপদে ভোট দেবেন”।

আটজন প্রেসিডেন্ট পদপ্রার্থির মধ্যে তিন জন প্রধান প্রতিদ্বন্দ্বি হচ্ছেন সাকে অর্থমন্ত্রী ও বিশ্বব্যাঙ্কের সাবেক কর্মকর্তা আশরাফ গনি। সাবেক পররাষ্ট্র মন্ত্রী জালামায়ে রাসুল এবং আররেক জন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ । আগামি কয়েক সপ্তার আগে এই নির্বাচনের ফলাফল পাওয়া যাবে না। আট জন প্রার্থির মধ্যে কোন প্রার্থিই যদি ৫০ শতাংশের কম ভোট পান , তা হলে ফিরতি নির্বাচন হবে।
XS
SM
MD
LG