অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা বলেছেন যুক্তরাষ্ট্র পশ্চিম আফ্রিকায় ইবোলা রোধে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে


প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায়, যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকায় চূড়ান্তভাবে ইবোলার সংক্রমণ থামাতে বেশী উদ্যোগী।

মঙ্গলবার, ওবামা বলেন, আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকায় ইবোলার চিকিতসার ইউনিট, সমাহিত করার দল, চিকিত্সা কর্মী, এবং চিকিত্সা সরঞ্জামাদির সংখ্যা বৃদ্ধি করেছে। একই সাথে ইবোলা বিষয়ক কঠোর শিক্ষা কর্মসূচীর ব্যবস্থাও করেছে।

ওবামা বলেছেন, শেষ কথা হচ্ছে, গ্রীষ্মের শেষের দিকে, পশ্চিম আফ্রিকায় যুক্তরাষ্ট্রের যে স্বাস্থ্য সেবা কর্মীরা এবং যুক্তরাষ্ট্রের U.S Disaster Assistance response team, অর্থাৎ দুর্‍্যোগপূর্ণ আবস্থার সহযোগী দল গিয়েছিল তারা এ ব্যাপারে নিশ্চিত হতে সবকিছু করছে, যাতে, বিভিন্ন দেশের চিকিত্সা কর্মী এবং স্বাস্থ্য সেবা কর্মীরা তাদের করণীয় সঠিকভাবে সম্পন্ন করে।

এদিকে যুক্তরাষ্ট্রের ইবোলার সংক্রমন বিষয়ে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রবাসীর মনে রাখতে হবে, ইবোলা সংক্রমন যুক্তরাষ্ট্রে এখনো তেমন ভীতিকর পর্যায়ে আসেনি। যুক্তরাষ্ট্রের মাটিতে কেবল মাত্র দুজন ব্যাক্তি ইবোলায় সংক্রমিত হয়েছিল, এবং এখন তারা দুজনই ইবোলা ভাইরাস মুক্ত।

XS
SM
MD
LG