অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের উপপ্রধানমন্ত্রীর উপর হামলা , দেহরক্ষীর গুলিবর্ষণ


ইরাকের পশ্চিমাঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভ প্রশমনে সেখানকার সুন্নি প্রধানমন্ত্রীর একটি প্রচেষ্টায় গোলোযোগ সৃষ্টি হয় । বিক্ষোভকারীরা কর্মকর্তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে তাঁর দেহরক্ষী গুলি চালায় এবং দু জন নিহত হয়।

রামাদি শহরের কাছে এই ঘটনাটি আজ রোববার ঘটে। ঐ শহরে হাজার হাজার সংখ্যালঘু সুন্নিরা এক সপ্তা ধরে প্রতিদিন রাস্তায় প্রতিবাদ জানাচ্ছে প্রধানমন্ত্রী নুরী আল মালিকির শিয়া সংখ্যাগরিষ্ঠ সরকারের বিরুদ্ধে। তারা মনে করছে যে সুন্নি হিসেবে তারা বৈষম্যের স্বীকার। বিক্ষোভকারীরা একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক ও অবরোধ করে রেখেছে।

সরকারের মধ্যে অন্যতম একজন শীর্ষ সুন্নি কর্মকর্তা উপপ্রধানমন্ত্রী সালেহ আল মুতলাক , সুন্নিদের উদ্বেগের প্রতি নজর দিতে অঘোষিত ভাবে ঐ এলাকা সফর করেন। তবে তার উপস্থিতিতে বিক্ষোভকারীদের অনেকেই আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা তাকে গালাগাল করেন এবং বোতল ও পাথর ছুড়ে মারেন।

মুতালাকের দেহরক্ষীরা জনতাকে ছত্রভঙ্গ করতে সতর্ক করার লক্ষে গুলি ছুড়ে। এটা পরিস্কার নয় যে বন্দুকের গুলিতে আহত এই দু জনকে কি লক্ষ্য করে গুলি করা হয়েছিল নাকি তারা দূর্ঘটনাক্রমে আহত হন।
XS
SM
MD
LG