অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষেপনাস্ত্র রপ্তানিতে রুশ সম্মতি ইরানকে নমনীয় করেছে :পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে ইরান যে পরমাণু কর্মসূচীর বিষয়ে সমঝোতায় আসতে রাজি হয়েছে সে কারণেই তেহরানের কাছে বিমান আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্যে S-300 air defense system এর সম্ভাব্য বিক্রয়ের সব প্রতিবন্ধকতা তুলে নিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন । রাশিয়ার টেলিভিশনে বার্ষিক প্রশ্ন –উত্তরের অনুষ্ঠানে মি পুতিন এই মন্তব্য করেন।

তেহরানকে পাঁচটি S-300 ক্ষেপনাস্ত্র প্রদানে জন্যে রাশিয়া ২০০৭ সালে আশী কোটি ডলারের একটি চুক্তি সই করে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় , ২০১০ সালে ইরান এই চুক্তি স্থগিত করে।

সোমবার মস্কো এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েক ঘন্টা পরই, যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসন উদ্বেগ প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে যে ইরানকে S-300 ক্ষেপনাস্ত্র হস্তান্তর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান নিষেধাজ্ঞা লংঘন করবে না তবে যুক্তরাষ্ট্র মনে করে যে ঐ অঞ্চলে যেহেতু অস্থিরতা চলছে , সেহেতু এটা ক্ষেপনাস্ত্র বিক্রির উপযুক্ত সময় নয়।

XS
SM
MD
LG