অ্যাকসেসিবিলিটি লিংক

গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যুর পর ৬ ব্যাক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে


ভারতের দিল্লির একটি বাসে গণ ধর্ষণের শিকার ছাত্রীটি সিঙ্গাপুরের এক হাসপাতালে মারা যাওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ ৬ ব্যাক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে বলা হয় তারা দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যু দন্ড হতে পারে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিযাবেথ হাসপাতাল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ২৩ বছর বয়সী তরুণী শনিবার খুব ভোরে মারা যান।

গুরুতর আহত ওই তরুণীকে দিল্লির হাসপাতালে তিনটি অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ২৭ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিং বলেন, তিনি এই তরুণীর মৃত্যুতে দারুন ভাবে ব্যথিত, মিষ্টার সিং বলেন, এই ঘটনা যে আবেগের সঞ্চার করেছে, তার কারণ তিনি পুরোপুরি উপলব্ধি করতে পারেন।

ঐ পাশবিক আক্রমণের ঘটনা নতুন দিল্লিতে তুমুল বিক্ষোভের সুত্রপাত করে। নতুন দিল্লীর কর্মকর্তারা বলেন, তাঁরা তরুণীর মৃত্যুর পর নতুন ক’রে বিক্ষোভের আশংকা করছেন।

প্রকাশিত খবর অনুযায়ী, গত ১৬ই ডিসেম্বর মহিলাটি তার এক পুরুষ সংগি সহ একটি চার্টার্ড বাসে ওঠার পর লোহার রড বহন কারী ছয় জন লোকের নির্মম প্রহারের সম্মুখীন হয়। তরুণীটিকে বারংবার ধর্ষণ ও তাদের দুজনকে প্রহারের পর আক্রমণকারীরা তাদের বাস থেকে ছুড়ে ফেলে দেয়।
XS
SM
MD
LG